ইবির চার শিক্ষকের পিএইচডি ডিগ্রি অর্জন

পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক। আজ বিশ্ববিদ্যালয়ের ২৫০ তম সিন্ডিকেট সভায় চার শিক্ষকের পিএইচডি চূড়ান্তভাবে পাশ হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে একাডেমিক অফিস।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহার তত্ত্বাবধায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন একই বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন।

একই বিভাগের অধ্যাপক ড. খোন্দকার তৌহিদুল আনামের তত্ত্বাবধায়নে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন আল ফিকৃহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন।

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. এম রবিউল হোসেনের তত্ত্বাবধায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ইবি আইন বিভাগের সহকারী অধ্যাপক মাকসুদা আক্তার।

আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের পিএইচডি অর্জনের বিষয় হলো ‘দরিদ্র জনগোষ্ঠীর বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার ও বাংলাদেশের আইনগত সহায়তা প্রদান আইন।

একই বিভাগের সহকারী অধ্যাপক মাকুসদা আক্তারের বিষয় হলো ‘১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ; শরীয়াহ আইনের দৃষ্টিভঙ্গি’।

আল ফিকৃহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনের বিষয় হলো ‘বাংলাদেশ তথ্য অধিকার আইন ও প্রায়োগিক পর্যালোচনা।

একই বিভাগের মো. আমজাদ হোসেনের পিএইচডি অর্জনের বিষয় হলো বাংলাদেশের শ্রমিকের অধিকার বলবৎকরনে লেবার কোর্টের ভূমিকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //