বাঁচতে চায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী আপেল

ঠাকুরগাঁয়ের পুরাতন ঠাকুরগাঁও গ্রামের আপেল মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একজন মেধাবী শিক্ষার্থী। তিনি বিগত ৭ মাস ধরে খাদ্যনালীর জটিল সমস্যায় ভুগছেন।

আপেল বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তিনি এমএসসিতে অধ্যয়নরত আছেন। 

তার স্বপ্ন পড়ালেখা শেষ করে দরিদ্র কৃষিজীবী পরিবারের হাল ধরবেন। মা-বাবার মুখে হাসি ফুটাবেন, সমাজ উন্নয়নে অবদান রাখবেন। কিন্তু জীবনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ সেই স্বপ্নটা যেন অনেকাংশেই অনিশ্চিত হয়ে পড়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বরাতে আপেল জানান, আমার খাদ্যনালী সঙ্কুচিত হয়ে গেছে।

আপেলের বাবা জানান, ৭ মাস ধরে ছেলের খাওয়ায় সমস্যা হচ্ছে। বেশ কয়েকজন ডাক্তারই ভারতে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তাতে আনুমানিক ৬-৭ লাখ টাকা লাগবে। কিন্তু আমার মতো নিম্নবিত্ত পরিবারের পক্ষে সেটি অকল্পনীয়।

আপেল মাহমুদের সহপাঠীরা বলেন, আপেল সকলের সাথে হাঁসিখুশি আন্তরিক ব্যবহার করে। মানুষ হিসেবে চমৎকার, নম্র, ভদ্র প্রকৃতির। সমাজের মানবিক বিত্তবানদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। 

যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা :

নগদ বা বিকাশ : ০১৯৯৭০২১৮৬৯ 

রকেট : ০১৮৮৩৮৭৯৯৬৩৬ 

অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর : ০২০০০০৫২০০৮০৯ 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //