চবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক বেনু কুমার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে। আগামী ৪ বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

বুধবার (৫ মে) বিকালের দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান সাম্প্রতিক দেশকালকে জানান, বিকালের দিকে উপ-উপাচার্যের নিয়োগ সম্পর্কিত প্রজ্ঞাপনটি আমরা পেয়েছি।  চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক বেনু কুমার দে। এই সময়ের আগে অবসরে গেলেও, উপ-উপাচার্য পদে বহাল থাকবেন তিনি। 

এছাড়া আগামীকাল সকাল ১০ টার দিকে উপ-উপাচার্য পদের দায়িত্বে যোগদান করবেন তিনি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //