শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবনযাপন

গাজীপুরের কেজি স্কুলের ত্রিশ হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।  

কেজি শিক্ষাপ্রতিষ্ঠান সংগঠনের নেতারা জানান, আমরা প্রধানমন্ত্রীসহ শিক্ষা মন্ত্রণালয়ে প্রণোদনার জন্য আন্দোলন, স্মারকলিপি দিলেও সরকার কোনো কর্ণপাত করেনি। আমরা খুব কষ্টে দিন যাপন করছি। আশা করছি সরকার আমাদের দুঃখ-কষ্ট বুঝবে।

কালিয়াকৈর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বায়েজিদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান মফিজ জানান, কেজি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকার সহজ শর্তে ঋণে ব্যবস্থা না করলে যারা এখনো টিকে রয়েছে, তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। 

এ উপজেলায় ছোট বড় শতাধিক কেজি স্কুল বন্ধ হয়ে গেছে। তাই আমরা সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করছি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন (মাস্টার) জানান, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্ডাগার্টেন সেক্টর রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //