পবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী।

প্রথমে বিশ্ববিদ্যালয় পতাকা স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন, অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পুষ্পস্তবক অর্পণ করেন।

একই সাথে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্মরনিকা রক্তঝরা আগস্টয়ের মোড়ক উন্মোচন করা হয়।

শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল আলোচনাসভা। ভার্চুয়াল আলোচনায় ভাইস-চ্যান্সেলর সামন্ত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং একইসাথে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার আহ্বান জানান। 

পরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //