ঢাবির গ্রন্থাগার খুলতে পারে ২৬ সেপ্টেম্বর

অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে খুলতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য তা খোলা থাকবে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ২৬ সেপ্টেম্বর অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব লাইব্রেরি এবং বিভাগ-ইনস্টিটিউটের সেমিনার ও পাঠকক্ষ খোলার সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, লাইব্রেরি কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ সময় অবশ্যই সবাইকে মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে।

বৃহস্পতিবার অনুষ্ঠেয় ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //