ঢাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি ভবন থেকে মাসুদ মাহাদি অপু (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর পর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে আসে পুলিশ।

লাশ উদ্ধার ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘এটি আত্মহত্যা হতে পারে না। দরজাটা খুব সহজে খুলে গেছে, জোরে ধাক্কা দেওয়ারও প্রয়োজন হয়নি। তাছাড়া খোলার সঙ্গে সঙ্গে দেখা গেছে অপুর হাঁটু ফ্লোরে লাগানো ছিল। যে উচ্চতায় অপুর মরদেহ ঝুলছিল তা দেখে আত্মহত্যা বলে মনে হচ্ছে না।’

এটিকে ‘রহস্যজনক মৃত্যু’ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্যও বলেন, ‘একটি ভিডিও ফুটেজে দরজা খোলা এবং অপুর ফ্লোরে হাঁটু গেড়ে ঝুলে থাকার দৃশ্য দেখা গেছে। তাই এটাকে আত্মহত্যা মনে হয়নি। এটি রহস্যজনক মৃত্যু, সঠিক তদন্ত করলে হয়ত আসল ঘটনা বেরিয়ে আসবে।’

দারাজে কর্মরত রুমমেট জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘আমি ২টার দিকে লাঞ্চে এসে রুম বন্ধ পাই। দরজার ছিদ্র দিয়ে শুধুমাত্র হাতটা দেখা যাচ্ছিল। আমি বাড়ির ম্যানেজারসহ কয়েকজনকে বিষয়টি জানাই। পরে সবাই মিলে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি অপু ঝুলন্ত অবস্থায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অপু গতকাল রাতে একটা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, পড়ালেখাও করেছে রাত ১টা পর্যন্ত। আত্মহত্যা করার পেছনে কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না।’ 

লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা বলেন, ‘খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অপুসহ কয়েকজন বন্ধুমিলে ৮তলা ভবনের একটি কক্ষে ভাড়া থাকতো। দুপুর দেড়টার দিকে ওই কক্ষে অপুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। 

অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। পাশাপাশি তিনি ডাকসুর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //