নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ট্রফি জিতল ডিআইইউর ‘প্রিহিম’

‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন’ ও বেসিস স্টুডেন্টস ফোরাম আয়োজিত ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২১ ট্রফি জিতেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) টিম প্রিহিম। টিম প্রিহিমসহ এবার মোট ১০টি টিম শীর্ষ পর্যায়ের জন্য মনোনিত হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) তেজগাঁওয়ে বিডিবিএল আন্তজার্তিক এ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ১০টি টিমকে ট্রফি তুলে দেন বেসিসর কর্তাব্যক্তিরা।

বেসিস ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ সংশ্লিষ্টরা জানান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)র প্রিহিম, বুয়েটের টিম জেনিথ, খুলনা বিশ্ববিদ্যালয়ের টিম আকাশসহ দেশের মোট চ্যাম্পিয়ন ১০টি টিম আন্তর্জাতিক ভাবে শীর্ষ পর্যায়ে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে’ অংশগ্রহণ করবে।

এ বছর নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ২৫১টি শহরে এ চ্যালেঞ্জ আয়োজন করেছে। বেসিস বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে) ভার্চুয়ালি এ প্রতিযোগিতাটির আয়োজন করেছে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন টিম ‘প্রিহিম’র লিডার রওনক বোরহান হিমেল। রওনকের নেতৃত্বে অন্যান্য সদস্যরা হলেন; লুবানা আক্তার, ইলিয়াসুর রহমান, সাজিদুল ইসলাম। এই টিমের মেন্টর হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক সম্রাট কুমার দে।

উল্ল্যেখ্য, গত ৫ অক্টোবর (সোমবার) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম প্রথমবারের মতো এই ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে’ চ্যাম্পিয়ন হয়। যা টিমের টিম গতি বৃদ্ধিতে খুবই কার্যকর ভূমিকা পালন করেছে এবং তারই ফলশ্রুতিতে টপ টেন গ্লোবাল সিলেকশান পেয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //