কুবিতে ভর্তিচ্ছুদের আবেদনের সময় বেড়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান), বি. ফার্ম ও বিবিএ ১ম বর্ষের ভর্তিচ্ছুরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছে সেসব সমস্যার সমাধান করা হয়েছে। এছাড়া আবেদনের সময় ৩০ নভেম্বর থেকে বৃদ্ধি করে ৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওয়েবসাইটে যে সমস্যা দেখা দিয়েছিল তা কাল রাতেই ঠিক হয়েছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা ও শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে আমরা আবেদনের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছি।

এর আগে কুবির ভর্তি পরীক্ষার আবেদনের ক্ষেত্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভিন্ন জটিলতায় পড়ে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সরাসরি এবং কুবির ভর্তি পরীক্ষা সংক্রান্ত কিছু সাহায্যকারী ফেসবুক গ্রুপে পোস্ট ও কমেন্টের মাধ্যমে তাদের এই সমস্যাগুলো উল্লেখ করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //