চুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স। আগামী ১২-১৪ ডিসেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।  এবারের কনফারেন্সের নাম দেওয়া হয়েছে ‘6th International Conference on Mechanical Engineering and Renewable Energy  (ICMERE 2021)।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ বুধবার (৮ ডিসেম্বর) চুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত এ  তথ্য জানানো হয়। এতে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন মেকানিকাল ডিপার্টমেন্টের অধ্যাপক ও কনফারেন্সের সদস্য সচিব ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন ডিপার্টমেন্টের  অন্যান্য শিক্ষকরা।

এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালেশিয়াসহ পৃথিবীর প্রায় ১০ টি দেশ থেকে যন্ত্রকৌশল বিষয়ের অন্তত দুই শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী,  প্রফেশনাল এবং উদ্যোগক্তাদের মিলনমেলা বসবে। কনফারেন্সে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে বলে জানান আয়োজকরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //