পবিপ্রবিতে হিম উৎসব অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো হিম উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

পবিপ্রবির প্রাঙ্গণে শীত আসে, শীত যায়। শীতের রুক্ষতায় কাঁপে পুরো পবিপ্রবি, শূন্য বকুলতলায় শীতের রাতে টুপটাপ ঝরে পরে বকুলফুল। এবারে শীতের সেই রুক্ষতা দূরে সরিয়ে, স্নিগ্ধতার স্পর্শে কুয়াশার চাদর গায়ে জড়িয়ে বকুলতলায় প্রথমবারের মতো আয়োজিত হলো‌ এই ভিন্ন ধরনের আয়োজন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল ৫ থেকে রাত ৯টা পর্যন্ত বকুলতলায় জমে উঠে হিম উৎসবের উষ্ণ আমেজ। অনুষ্ঠিত হয় আনপ্লাগড মিউজিক্যাল নাইট। যেখানে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এ সময় তারা গানে গানে মাতিয়ে রাখে বকুলতলার হিম উৎসব। এছাড়াও শীতের আমেজ বাড়াতে নানান রকমের পিঠা নিয়ে বসে স্টল। অনুষ্ঠান উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

মূলত উৎসবের আয়োজন করে পবিপ্রবির ২০১৭-১৮ সেশনের (পঞ্চম সেমিস্টার) শিক্ষার্থীরা। করোনার ছুটি কাটিয়ে দীর্ঘদীন পর ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা। তবে ক্লাস পরীক্ষা যেন থামছেই না। তাইতো ক্লাসের চাপ আর পরীক্ষার চিন্তার মাঝেও এ আয়োজনে বহুদিন পর যেন প্রাণ ফিরে পায় ক্যাম্পাস এবং প্রাণবন্ত হয় শিক্ষার্থীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //