জাবিতে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে প্রদর্শিত হয়েছে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্ত্বরে দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শিত হয়।

এর আগে সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।

প্রদর্শনীতে বঙ্গবন্ধু, রাজাকারদের দলিল, মুক্তিযুদ্ধে নারীর অবদান, গণহত্যা, শরণার্থী শিবির ইত্যাদি মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি কর্ণারে ভাগ করা হয়। এতে তৎকালীন পত্রিকায় প্রকাশিত সংবাদ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের ট্রেনিং, মিছিল, প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যকলাপ ছবির মাধ্যমে প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে এসে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার বিকল্প নেই। এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সকল স্তরের মানুষের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে জানার আগ্রহ ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, ‘বর্তমান প্রজন্ম সরাসরি মুক্তিযুদ্ধ দেখেনি। তবে এ প্রদর্শনী তাদের জন্য সহায়ক হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে তারা অবগত হবে।’

জাবি প্রেসক্লাবের সভাপতি হাসান তানভীর বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্ববাসী ক্যাম্পাস ভিত্তিক একটি সাংবাদিক সংগঠন। দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে জাবি প্রেসক্লাব এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এর মাধ্যমে আমরা শিক্ষার্থী, দর্শনার্থী সহ সবার মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে চেয়েছি। কারণ আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে।’

দিনব্যাপী প্রদর্শনীতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এসময় সাভারের বাসিন্দা শামসুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম বিজয় দিবসের প্রোগ্রাম উপভোগ করতে। এসে এখানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোকচিত্র প্রদর্শনী চোখে পড়লো। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার মূল স্তম্ভ। এই প্রদর্শনীর মাধ্যমে অজানা অনেক কিছু জানতে পেরেছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক কবিরুল বাশার, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বশির আহমেদ, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির ও রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //