মেধা বিকাশ ও উন্নয়নে ভূমিকা রাখছে পাবলিক বিশ্ববিদ্যাল: জাককানইবি উপাচার্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্ব অপরিসীম। আমাদের সম্পদ সীমিত; তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি সীমিত সামর্থ্যরে মধ্যদিয়ে সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বল্প খরচে দেশের মেধা বিকাশ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সোমবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. সৌমিত্র বলেন, কিছু সংগঠন আছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং করে থাকে। তবে তাদের এই র‌্যাঙ্কিং প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। প্রশ্নবিদ্ধ প্রক্রিয়াতে র‌্যাঙ্কিং করলে বরং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয়। তবে ধারাবাহিকভাবে পাবলিক বিশ্ববিদ্যালগুলোর উন্নয়ন সম্ভব হলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন উন্নত সোনার বাংলাদেশ গড়া তরান্বিত হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মাননীয় উপাচার্য আরও বলেন, আপনাদের মাঝে আসতে পেরে আমি একদিকে যেমন আবেগাপ্লুত অন্যদিকে কিছুটা বেদনাহত। আবেগাপ্লুত কারণ আমার শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পেয়েছে, অন্যদিকে বেদনাহুত হয়েছি কিছু শিক্ষার্থীর আর্থিক দুরবস্থার চিত্র দেখে। আমারা নিয়মের মধ্যে থেকে সবসময় আপনাদের পাশে আছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কোষাধক্ষ্য প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আবদুল হালিম, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের হেড অব অপারেশন্স কাজী আহমেদ ফারুক, এসিসট্যান্ট ম্যানেজার মো. রাকিবুল ইসলাম, শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম কিরণ।

প্রসঙ্গত, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ময়মনসিংহ বিভাগের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩১ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। এরমধ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৫জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। তাদেরকে আগামী চারবছর প্রতিমাসে ৩হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //