বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন হাসান আজিজুল হক: সেলিনা হোসেন

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, ‘হাসান আজিজুল হকের নিজস্ব সৃজনশীলতায় উৎপাদিত গল্পের ভুবনে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তিনি আমাদের মাঝে যে ক্ষেত্রটি তৈরী করেছেন তা নজিরবিহীন। জীবনভর তিনি সাহিত্যের সৃজনশীলতায় যে আগুনী বের করেছেন তা পুরো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।’

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ‘স্মরণে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেলিনা হোসেন বলেন, ‘আমাদের কাছে হাসান আজিজুল হক এক মৃত্যুহীন মানব। পাঠকের ভালোবাসা, ফুলের সৌরভ তাকে নন্দিত করে রাখবে। শিল্পের সাহিত্যের সাধনায় জীবন সত্য দর্শনে তিনি যেভাবে সাহিত্য রচনা করেছেন, তা নিয়ে আমরা এগিয়ে যাবো বিশ্বের দরবারে।’

প্রখ্যাত এই কথাসাহিত্যিক আরও বলেন, ‘হাসান আজিজুল হক পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন এ‌ সত্য মেনে নিতে কঠিন লাগছে। কারণ তিনি শুধু একজন ব্যক্তি মাত্র নন, তিনি বাংলাদেশের সাহিত্যের একজন অমর কথা শিল্পী। ভবিষ্যতের সাহিত্যের চিরকালীন তটরেখার নন্দিত পথিক। যার জন্য পথ জুড়ে দাঁড়িয়ে থাকবে প্রবীণ, নবীন, সাহিত্যিক ও পাঠকেরা।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মরণে চার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও রাজশাহী ফিল্ম সোসাইটি। 

এসময় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুজিত সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্কৃতায়নের আহ্বায়ক ড. আমির জামান, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, চলচ্চিত্র নির্মাতা এন রাশেদ চৌধুরীসহ প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //