ভুয়া দলিলে জমি রেজিস্ট্রির অভিযোগে ঢাবি অধ্যাপক গ্রেফতার

ভুয়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল সোমবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অধ্যাপক ইউসুফ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ড ও প্রাসাদ নির্মাণ লিমিটেডের চেয়ারম্যান।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া উইং) আবু ইউসুফ এসব তথ্য নিশ্চিত করে বলেন, রিয়েল এস্টেট ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম ভূঁইয়া সোমবার রাজধানীর খিলক্ষেত থানায় অধ্যাপক আবু ইউসুফ ও আরও দুইজনের নামে ও অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর আবু ইউসুফকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালে আসামিদের সঙ্গে ৫ বিঘা জমি ৫০ কোটি টাকায় বিক্রির চুক্তি করেন বাদী। আসামিরা বাদীকে তখন ৩০ কোটি টাকা দেন এবং বাকি টাকা পরে দেবেন বলে জানান। ২০১৯ সালে বাদী আসামিদের কাছে বাকি টাকা চাইলে তারা জানায় যে বাদীর বড় ভাইকে ২০ কোটি টাকা দেওয়া হয়েছে।

পরে বাদী জানতে পারেন, আসামিরা জাল সই ও জাল দলিল দেখিয়ে অবৈধভাবে জমির রেজিস্ট্রি করে ফেলেছেন।

অধ্যাপক আবু ইউসুফকে গ্রেফতারের বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঢাবি শিক্ষককে আটকের বিষয়ে আমি এখনও কোনও তথ্য জানি না, জানার চেষ্টা করছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //