জাবিতে ছাত্রলীগের মহড়ার মধ্যেই ছাত্রদলের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের একের পর এক মহড়ার পরও গত ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাবি শাখা ছাত্রদল। 

আজ বৃহস্পতিবার (২৬ মে) সকাল দশটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাবির প্রধান ফটক থেকে শুরু করে মীর মোশাররফ হোসেন হলের গেইট পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই বিক্ষোভ মিছিল শেষ হয়।

জানা যায়, ছাত্রদলকে প্রতিরোধ করতে বৃহস্পতিবার সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্নস্থানে অবস্থান নেয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশ মোটরসাইকেলে একের পর এক মহড়া দিয়েই যাচ্ছিলেন। কিন্তু এরই মাঝে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

জাবি শাখা ছাত্রদলের সদ্যসাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা সৈকত ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, অচিরেই এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে সারা বাংলার ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়ার মাধ্যমে সমুচিত জবাব দেয়া হবে।

মিছিলে জাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম খলিল বিপ্লব, ছাত্রনেতা সাইফুল ইসলাম সাগর, সেলিম রেজা, আব্দুল কাদির মার্জুক, রাকিবুল ইসলাম শুভ, আরিফুজ্জান আরিফ, ইকবাল হোসাইন, জুয়েল তালুকদার, নাইমুল হাছান কৌশিক, আমিন আল রাজী, আহম্মদ উল্লাহ, শরিফুল ইসলাম, হোসাইন আল রাশেদ বাদল, মো. হাসান, দেওয়ান আলাউদ্দিন, রাজু হাসান রাজন, ইভান হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //