প্রেমে প্রতারণা ঠেকাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

প্রেমের সম্পর্কে প্রতারণা রোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এসময় প্রতারণার কোনো অভিযোগ পেলে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন প্রণয়নের দাবি জানান তারা।

আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সমাবেশ করে আয়োজক শিক্ষার্থীরা। রবিবার এ ব্যাপারে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়া হবে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, বর্তমান সময়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই এর পিছনে প্রেমে প্রতারণা প্রধান কারণ হিসেবে সামনে আসছে। এছাড়া সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন সংশ্লিষ্টরা।

তারা আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আন্তরিক। কিন্তু বর্তমান সময়ে মহামারির মতো প্রতারণার বিষয়টি সামনে আসছে। এক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ব্যাপারে এমন অভিযোগ উঠলে বিষয়টি অবশ্যই প্রশাসনের খতিয়ে দেখা উচিত। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আগামী রবিবার এ ব্যাপারে ভিসি স্যারের সাথে কথা বলবো এবং আমাদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেবো। 

এ ব্যাপারে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথেষ্ট পরিণত। তারা যখন প্রেম করে তখন বিভিন্ন প্রত্যাশা ও বিয়ে করার আশা নিয়েই সম্পর্কে জড়ায়। পরে যখন দেখে ছেলে ভালো চাকরি করতে পারে না কিংবা মেয়ের সাথে বনিবনা হয় না তখন পরিবারের কথা বলে সম্পর্ক ছিন্ন করে দেয়া হয়। পরে শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে যায়। এমনকি আত্মহত্যার পথও বেঁছে নেয় তারা। ইতোমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর বহু পেয়েছি এবং আমাদের ক্যাম্পাসেও এমন ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার ব্যাপারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে আমাদের শিক্ষকরা কাজ করছে। এ ব্যাপারে ভিসি স্যারও যথেষ্ট আন্তরিক। তবে আজ মিছিল ও সমাবেশ করা শিক্ষার্থীরা আসলে কি ধরনের সহযোগিতা চায় তা তাদের স্মারকলিপি হাতে পাবার পর বলা যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //