হামলার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

সারাদেশে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসের বাহিরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (২৬ মে) সকালে নগরীর অক্ট্রয় মোড় এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় এক প্রতিবাদী সমাবেশে মিলিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘গত সোমবার ক্যাম্পাসের বাইরে কর্মসূচি পালন করা হয়েছিল। কর্মসূচি শেষ করে যার যার মতো সবাই চলে যান। বিকেলে ক্যাম্পাসে বসে ছাত্রদলের কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই সময়ই হামলা চালানো হয়। হত্যার উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হামলা করেছে। নইলে তারা হঠাৎ সন্ত্রাসী কায়দায় নিরস্ত্র ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বে কেন?’

রাহী আরো বলেন, ‘এ ধরনের হামলা করে ছাত্রদলসহ গণতন্ত্র চর্চাকারী কোনো ছাত্রসংগঠনকে দমানো যাবে না। এছাড়া আগামীতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এই নেতা।’

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুদ্দীন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী, সর্দার জহুরুল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, বুলবুল হাসান, আহসান হাবীব, সাকিলুর রহমান, মাহমুদুল মিঠু, জহির শাওন, সম্রাট আব্দুল লতিফ, মারুফ হোসেন, এম এ তাহেরসহ ছাত্রদলের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //