জাবি বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম অধ্যাপক নিগার সুলতানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম অধ্যাপক পদে পদন্নোতি লাভ করেছেন মার্কেটিং বিভাগের শিক্ষিকা নিগার সুলতানা।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, গত ১২ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের এক জরুরি সভায় মার্কেটিং বিভাগের শিক্ষিকা নিগার সুলতানাকে অধ্যাপক পদে পদন্নোতি দেওয়া হয়েছে। এছাড়া আরো কয়েকজন শিক্ষককে বিভিন্ন পরে পদোন্নতি দেওয়া হয়।

জানা যায়, চাঁদপুরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পুরান বাজার ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন নিগার সুলতানা। তিনি এসএসসিতে জাতীয় মেধা তালিকায় অষ্টম স্থান এবং এইচএসসিতে জাতীয় মেধা তালিকায় নবম স্থান অধিকার করেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগ থেকে ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিসট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস এ্যাডমিনিসট্রেশন (এমবিএ) সম্পন্ন করেন। তিনি ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ‘ডিন অ্যাওয়ার্ড’ লাভ করেন।

এরপর ২০০৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগে শিক্ষকতা শুরু করেন নিগার সুলতানা। এর আগে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন তিনি। 

নিগার সুলতানা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও শেখ হাসিনা হলের হাউজ টিউটরের দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মার্কেটিং বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। 

এদিকে অধ্যাপক নিগার সুলতানা ইংল্যান্ডের লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স ও ইংল্যান্ডের ব্যাঙ্গর বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে এমবিএ করেছেন। অন্যদিকে ইংল্যান্ডের ম্যানচেস্টার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিচ্ছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //