শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টির কারণে সিলেটজুড়ে বন্যা পরিস্থিতি বিরাজ করছে, পানি ঢুকে গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে। এমন অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এক সপ্তাহের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

উপাচার্য বলেন, ক্যাম্পাসের অনেক জায়গায় পানি উঠে গেছে। এছাড়া আবাসিক হলেও বিদ্যুৎ ও পানির সংকট আছে। আশপাশের টিলা থেকে সাপের উপদ্রবও আছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এক সপ্তাহের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

এক সপ্তাহ পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপাচার্য।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //