জাবিতে ভর্তি পরীক্ষায় আবারো বৈষম্যের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শিফট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। একটি ইউনিটের ভর্তি পরীক্ষা একাধিক শিফটে নেওয়া হচ্ছে। তবে এ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় বৈষম্যের বিষয়টি উঠে এসেছে।

একক প্রশ্নপত্রে পরীক্ষা না নেওয়া ও শিফট ভিত্তিক আলাদা ফল না দেওয়ায় প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে আবারো শিফট ‘বৈষম্যের’ বিষয়টি উঠে এসেছে। ‘বি’ ইউনিটের ফলাফলে ১ম শিফট থেকে ৩৪ জন, অপরদিকে ৫ম শিফট থেকে ১৭৫ জন মেধাতালিকায় স্থান পেয়েছে। শিফট পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় মেধার অবমূল্যায়ন হচ্ছে বলে অভিযোগ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

বির্তকিত এ শিফট পদ্ধতিতে একটি ইউনিটের ভর্তি পরীক্ষা একাধিক শিফটে নেওয়া হচ্ছে। ভর্তিচ্ছুরা দাবি করছেন, সব শিফটের প্রশ্ন একই মানের হওয়ার সম্ভবনা খুবই কম। এতে কোনো শিফটের প্রশ্ন অন্য শিফটের তুলনায় কখনো সহজ বা কঠিন হচ্ছে। কিন্তু মূল্যায়নে সব শিফট মিলিয়ে সর্বোচ্চ নাম্বারধারীদের নেওয়া হচ্ছে। এতে যে শিফটের পরীক্ষা তুলনামূলক কঠিন তারা অন্যদের তুলনায় বঞ্চিত হচ্ছে।

গতকাল মঙ্গলবার (২ আগস্ট) প্রকাশিত ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ফলাফলে দেখা যায় মোট ৫ শিফটে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৩৮৬টি আসনের মধ্যে শুধুমাত্র পঞ্চম শিফট থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে সর্বোচ্চ ১৭৫ জন, যা মোট আসনের ৪৪ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে প্রথম শিফট থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে মাত্র ৩৪ জন। এছাড়াও দ্বিতীয় শিফটের ৫৮ জন, তৃতীয় শিফটের ৫২ ও চতুর্থ শিফটের ৬৭ জন মেধা তালিকায় স্থান পেয়েছে।

মোট ৩৮৬টি আসনের (ছাত্র ১৯৩, ছাত্রী ১৯৩) দশগুণ পর্যন্ত প্রকাশিত মেধাতালিকায় আরো দেখা যায়, ছেলেদের প্রথম ২০ জনের মধ্যে ১৩ জনই পঞ্চম শিফটের। অপরদিকে মেয়েদের ওই তালিকায় শীর্ষ ২০ জনের ১১ জন পঞ্চম শিফটের পরীক্ষার্থী ছিলেন।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তাসনিমুল ইসলাম জানায়, ‘একাধিক শিফট থাকায় প্রশ্নপত্রের মান একই রাখা সম্ভব নয়। আর প্রশ্নপত্র ভিন্ন হওয়ায় কারো কাছে তুলনামূলক সহজ আবার কারও কাছে তুলনামূলক কঠিন। এতে প্রকৃত মেধাবীদের ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

গত রবিবার প্রথম দিনের ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শন শেষে ‘বিতর্কিত’ শিফট পদ্ধতি নিয়ে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা ধীরে ধীরে সব সমস্যার সমাধান করবো। আগে ১০ ইউনিটে পরীক্ষা হতো এ বছর আমরা পাঁচ ইউনিটে নিয়ে আসছি। আগে যেখানে ১০ দিনে পরীক্ষা হতো আমরা সেটাকে পাঁচ দিনে নিয়ে এসেছি।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //