রাকসু নির্বাচন ও সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ও সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবিতে সপ্তাহব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে রাকসু আন্দোলন মঞ্চ। 

আজ বুধবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর। পরে আজ বিকেলে ৫ টার দিকে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়৷

এর আগেও তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেন৷

সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় সাদা ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষর্থীরা রাকসু আন্দোলন মঞ্চের দাবির সাথে একাত্মতা পোষণ করে স্বাক্ষর করছেন। এসময় তারা বিভিন্ন দাবির কথাও লিখছেন। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আয়েশা লিখেছেন ‘রাকসু আমার অধিকার’, ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুস্মিতা লিখেছেন ‘ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি করতে হবে ও বাসের ট্রিপ বৃদ্ধি করতে হবে’, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হাসান আলী লিখেছেন ‘বিশ্ববিদ্যালয় মেডিকেল আরো উন্নত চাই।’

স্বাক্ষর করার পর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফ্ফাত খানোম বলেন, ‘আমি এই ১৪ দফা দাবির একমত পোষণ করছি। আবাসিক হলে সিট বরাদ্দসহ বিভিন্ন সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভালো মানের চিকিৎসা ব্যবস্থা নেই। ছাত্র-ছাত্রীদের তুলনায় বাসের সংখ্যা খুব কম এবং বাসের ট্রিপ দিন দিন কমানো হচ্ছে।’

নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘আমরা দ্রুত রাকসু নির্বাচন চাই। রাকসু ও সিনেট নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটবে। যেটির মাধ্যমে ক্যাম্পাস থেকে মৌলবাদ দূর হবে।’

এ বিষয়ে রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আবদুল মজিদ অন্তর বলেন, ‘রাকসু এবং সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবি নিয়ে আমরা মাসব্যাপী কর্মসূচি শুরু করেছি। এই কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছি। এই গণস্বাক্ষর কর্মসূচি আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলবে। এর পরবর্তীতে ছাত্রদের নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবো। আমরা শিক্ষকদের নিয়ে দুটি সেমিনার আয়োজন করবো। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সব সংগঠনকে নিয়ে মহাসমাবেশের আয়োজন করবো।’

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ১৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করে রাকসু আন্দোলন মঞ্চ। সম্মেলনে তারা রাকসু নির্বাচন ও সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো আদায়ের লক্ষ্যে আগামীতে ধারাবাহিক আন্দোলনের ঘোষণাও দেন তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //