জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রোস্থ পত্রের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় এ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।
এমতাবস্থায়, বর্ণিত অনুশাসনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে জাবি উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, দীর্ঘদিন পর জাবিতে সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৫ ফেব্রুয়ারি সমাবর্তনে অংশগ্রহণ করার সদয় সম্মতি জানিয়েছেন। ষষ্ঠ সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমাবর্তন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh