জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ছোটগল্পে কৃষক বিদ্রোহ ও কৃষক আন্দোলন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতি ছিলেন বিভাগের প্রধান প্রফেসর আহমেদুল বারী, প্রবন্ধ উপস্থাপন করেন কলকাতার দমদম মতিঝিল কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মৈত্রেয়ী সরকার, শুভেচ্ছা বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন মুশাররাত শবনম এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. সাহাবউদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন বিভাগটির সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবং পুরো সেমিনারের সঞ্চালনায় ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ইফ্ফাত আরা ইভা।
সেমিনারটিতে কৃষক বিদ্রোহ ও কৃষক আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়। আলোচনায় মৈত্রেয়ী সরকার ময়মনসিংহ জেলাকে একটি আন্দোলনের জেলা বলে আখ্যায়িত করেন। এছাড়া তিনি তেভাগা আন্দোলন, অপারেশন বর্গা, গারো আন্দোলনের ইতিহাস ও পটভূমি তুলে ধরেন। বাংলাদেশের সাহিত্যিকদের যেসব ছোটগল্পে কৃষকদের দুঃখ, দারিদ্র্যের কথা আছে সেসব বিষয়েও আলোচনা করেন।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তিনি বলেন, দীর্ঘদিনের চাপিয়ে দেওয়া নিয়মে আমরা যখন অভ্যস্ত হয়ে যাই। এর থেকে একসময় একটা বিরাট স্ফুলিঙ্গের সৃষ্টি হয়।
সেমিনারের আলোচক প্রফেসর মো. সাহাবউদ্দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ভারতের সহযোগিতার জন্য মৈত্রেয়ী সরকারের মাধ্যমে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা আরো প্রসারিত করবো। বিভিন্ন মনিষীরা যেমন কৃষকদের শ্রদ্ধা করতেন আমরাও তাদের শ্রদ্ধা জানাবো।
সেমিনারের সভাপতি প্রফেসর আহমেদুল বারী বলেন, বাংলাদেশের জিডিপির ৪৩ শতাংশ আসে কৃষি খাত থেকে। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার মূলেও রয়েছে কৃষকদের অবদান।
কৃষকদের অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সেমিনারটির সমাপ্তি ঘোষণা করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh