জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে যুক্ত হচ্ছে ট্র্যাকিং ডিভাইস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিটি নিজস্ব পরিবহনে যুক্ত হতে যাচ্ছে জিপিএস ট্র্যাকিং ডিভাইস।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করার ফাইল পাঠানো হয়েছে। এরপর একটি ফাইলও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট পাঠানো হয়েছে। সেই ফাইলের বিল অর্থদপ্তর থেকে পাস হলেই আমরা কাজ শুরু করবো। ট্রাকিং ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীরা সহজেই বাস কোথায় আছে সেটা জানতে পারবে।

শিক্ষার্থীরা জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকেই পরিবহনের উপর নির্ভরশীল। পরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করা হলে কোন বাস কোথায় আছে সেটা সহজেই জানতে পারবে। এতে আমাদের সময়ও লাঘব হবে এবং ভোগান্তিও কমবে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ইমরান জীম বলেন, প্রতিদিন ধামমন্ডি থেকে বাসে করে ক্যাম্পাসে আসা লাগে। কিন্তু প্রায়ই বাস ধরতে পারিনা ফলে ক্লাসে যেতে দেরি হয়ে যায়। যদি ট্রাকিং ডিভাইস লাগানো হয় তাহলে এই সমস্যার সমাধান সম্ভব।

মার্কেটিং বিভাগের ১৫ব্যাচের শিক্ষার্থী তারিক হাসান বলেন, পরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত হলে আমরা যারা ক্যাম্পাসের আশেপাশে থাকিনা তাদের অনেক উপকার হবে। ট্রাকারের মাধ্যমে বাসের লোকেশন দেখে সময়মত বাসে উঠতে পারবো।

উল্লেখ্য, এর আগে রুট দেখার জন্য জেএনইউ বাস নামে একটি অ্যাপ চালু থাকলেও দীর্ঘদিন ধরে তা অকার্যকর হয়ে পড়ে আছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //