ইবিতে ছাত্রী নির্যাতন

তদন্ত কমিটিকে যা বললেন অভিযুক্ত অন্তরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন ছাত্রীকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ও তার সহকর্মীর সাথে কথা বলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। এর জন্য আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির আহবায়কের কক্ষে তাদেরকে ডাকা হয়। 

কক্ষ থেকে বের হয়ে অভিযুক্ত অন্তরা সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা তদন্ত করলেই জানতে পারবেন। 

অভিযুক্ত তাবাসসুম বলেন, যা বলার তদন্ত কমিটিকে বলেছি। এর বাহিরে কিছু বলতে চাই না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির আহবায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, তদন্তে কি পেলাম সেটা জনসম্মুখে বলা যাবে না। কারণ তদন্ত কমিটির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এটি বাহিরে প্রকাশ করার বিধান নেই। তবে অনেকখানি অগ্রগতি হয়েছে। কাজ চলছে, কে অভিযুক্ত এটা এখন বলতে পারবো না। সিসি টিভির জন্য হল প্রভোস্টকে জানানো হয়েছে। তদন্ত আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। অভিযোগের সত্যতার বিষয়ে এখনই আমরা বলতে পারবো না। 

অভিযুক্তদের সাক্ষাৎকার শুনতে আহবায়কের কক্ষে উপস্থিত ছিলেন, কমিটির আহবায়ক আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল, সদস্য প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্য সচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //