অবশেষে নতুন শ্রেণীকক্ষ পেল নোবিপ্রবি শিক্ষার্থীরা

শ্রেণীকক্ষ পাওয়ার দাবিতে টানা তিনদিন ক্লাস-পরীক্ষা বর্জন শেষে এবার নতুন শ্রেণীকক্ষ পেল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবির) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, প্রশাসনের সাথে আলোচনা শেষে একটি কক্ষ বরাদ্দ পেয়েছে শিক্ষার্থীরা। এ জন্য তিনি শিক্ষার্থীদেরকে আবার ক্লাসে ফিরতে বলেছেন। 

তিনি সাম্প্রতিক দেশকালকে বলেন, আমাদের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ সংকট নিয়ে আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক শেষে আমরা কাঙ্ক্ষিত সিদ্ধান্ত পেয়েছি। প্রশাসন থেকে আমাদের নতুন একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে।

আন্দোলনসহ ক্লাস-পরীক্ষা বর্জনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী জানায়, আমরা জানতে পেরেছি আমাদের নতুন একটি শ্রেণীকক্ষ দেওয়া হবে এবং চেয়ারম্যান স্যার আমাদেরকে বলেছেন ক্লাসে ফিরতে। ক্লাসে পেয়ে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের সমস্যায় শ্রেণীকক্ষ সংকটের সৃষ্টি হয়েছে। সংকট নিরসনে ভবনের সম্পন্ন হওয়া অংশে শ্রেণীকক্ষ তৈরি করে সমাধান করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, কিছু শিক্ষক উদ্দেশ্যমূলকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিতর্কিত করতে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করাচ্ছে। এছাড়া ক্লাস-পরীক্ষা বর্জনের ব্যাপারে বিভাগ থেকে প্রশাসনকে কিছুই জানানো হয়নি। ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন একটি ক্লাসরুম দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শ্রেণীকক্ষ সংকট দূর করার দাবিতে গত বৃহস্পতিবার থেকে ক্লাস বর্জন করেছিল বিভাগের শিক্ষার্থীরা। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ও ২২ ফেব্রুয়ারি দুই দফায় বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছিল বিভাগের শিক্ষার্থীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //