রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৫:৪০ পিএম
আপডেট: ১৩ মার্চ ২০২৩, ০৫:৪৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ ঘটনার কারণ উদঘাটন ও পরবর্তী সংঘর্ষ এড়ানোর জন্য পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রাবি কর্তৃপক্ষ।
আজ সোমবার (১৩ মার্চ) রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ১১ মার্চ শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের উদ্ভূত পরিস্থিতির কারণ উদঘাটন ও ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রদানের জন্য রাবি কর্তৃপক্ষ উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে সভাপতি করে একটি কমিটি গঠন করেছে।
কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন- অধ্যাপক মো. তারিকুল হাসান (রসায়ন বিভাগ), অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার (অর্থনীতি বিভাগ), মো. শফিকুজ্জামান জোয়ার্দার (সিন্ডিকেট সদস্য) ও ড. মো. আরিফুর রহমান (সহকারী প্রক্টর)।
কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh