নোবিপ্রবিতে ১৪ শিক্ষার্থী বহিষ্কার

শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ১১ শিক্ষার্থীকে জরিমানা এবং সতর্কীকরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুল বাকী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। গত ১২ এপ্রিল শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই আদেশ দেওয়া হয়।

দুই গ্রুপের মারামারির ঘটনায় চারজন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ছয়জন এবং অন্যান্য জায়গায় মারামারির ঘটনায় আরো চারজনসহ মোট ১৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আটজনের তিনজনকে ১ বছরের জন্য বহিষ্কার এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি একজনকে ১ বছর ৬ মাস এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একজনকে ১ বছরের জন্য বহিষ্কার, একজনকে ৬ মাসের জন্য এবং অন্য আরেক শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ১০ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং একজনকে সতর্কীকরণ করা হয়েছে।

এছাড়াও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিভিন্ন বিভাগের মোট ছয়জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে উক্ত সেমিস্টারের সকল পরীক্ষা বাতিলসহ ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //