ঘূর্ণিঝড় মোখা: রাবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় মোখার উদ্ভূত পরিস্থিতির কারণে আগামীকাল রবিবার (১৪ মে) অনুষ্ঠিতব্য সকল বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।

স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আজ শনিবার (১৩ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফের সই করা এক নোটিশে এ তথ্য জানায় রাবিপ্রবি প্রশাসন।

নোটিশে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি হওয়ায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আগামী রবিবার (১৪ মে) অনুষ্ঠিতব্য সকল বিভাগের পরীক্ষাসমূহ ও ক্লাস স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হবে।

এছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে এবং সংশ্লিষ্ট সকলকে অফিসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে নোটিশে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে বর্ষণের প্রভাবে তিন পার্বত্য জেলা- রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ কক্সবাজার ও চট্টগ্রামে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //