ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্ট থেকে চলাচলের জন্য রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে শাখা ছাত্রলীগ। নির্ধারিত ভাড়া কার্যকর করতে প্রাথমিকভাবে একশত জন রিকশাচালককে নির্ধারিত পোশাক দেওয়া হবে। নির্দিষ্ট স্টপেজে ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী, এতে সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা ও সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) শাখা ছাত্রলীগের পক্ষে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানের কাছে রিকশাভাড়া সম্পর্কিত একটি প্রস্তাব পেশ করেন। পরে প্রশাসন থেকে রিকশাভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, করোনার আগেই রিকশাভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করে আসছিলেন। এটি এখন চূড়ান্ত করা হয়েছে। আমরা অতি দ্রুতই এটি বাস্তবায়ন করব।
ছাত্রলীগ ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, করোনার আগে রিকশা ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছিলাম। তখন নির্ধারিত ভাড়ার তালিকাও লাগিয়ে দেওয়া হয়। তবে করোনায় সেটি বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, অনেকদিন থেকে শিক্ষার্থী এবং রিকশাচালকদের সঙ্গে আলাপ-আলোচনা করে আজকে অফিসিয়ালি প্রক্টর স্যারের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়েছে। আজকে রাতেই বিলবোর্ড লাগিয়ে দেওয়া হবে। নির্ধারিত পোশাক আগামী শনিবার রিকশা চালকরা পেয়ে যাবে।
প্রসঙ্গত, আগামী রবিবার থেকে ঢাবি ক্যাম্পাসে চালু হবে নির্ধারিত রিকশাভাড়া।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh