রাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৯ মে।

ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পাশাপাশি রাজশাহী নগরীর মেসগুলোতেও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিনামূল্যে মেসে থাকতে পারবেন। রাজশাহী মেস মালিক সমিতি ভর্তিচ্ছু ৬০ হাজার শিক্ষার্থীর জন্য এই ব্যবস্থাপনা রাখছে।

আজ শুক্রবার (২৭ মে) সকালে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ নেয়া হবে না। তাদের কোনো ধরনের সমস্যা হলে তারও সমাধান করা হবে। তবে শিক্ষার্থীর সঙ্গে অতিরিক্ত কেউ আসলে জনপ্রতি প্রতিদিন ৩০০-৫০০ টাকা করে দিতে হবে।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ১ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। ৮০-৮৫ হাজার শিক্ষার্থী নিজেরাই আগে থেকে ব্যবস্থা করে নেন। আর মেস মালিক সমিতি এবার ৫০-৬০ হাজার শিক্ষার্থীর জন্য ব্যবস্থা করছে। এরইমধ্যে শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তারা তথ্য নিয়ে রাখছেন। ২৮ মে বেলা ১২ টার পরে কোন শিক্ষার্থীর জন্য কোন মেসে জায়গা করা যায় সেটা বরাদ্দ দেয়া হবে।

এনায়েতুর রহমান বলেন, রাজশাহী নগরীতে প্রায় ৫ হাজার মেস আছে। তাদের সমিতির অধীনে প্রায় ১৮০০ মেস আছে। আর সকল মেসেই তাদের নজরদারি থাকছে, যেন কোনো শিক্ষার্থীর সমস্যা না হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় গ্রুপের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা, তৃতীয় গ্রুপের পরীক্ষা বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এবং চতুর্থ গ্রুপের পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের ভর্তি পরীক্ষার সময়কাল এক ঘণ্টা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //