বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫০ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫০ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

গত বুধবার (৩১ মে) ইউজিসি কর্তৃক প্রেরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুর।

জানা গেছে, গত অর্থবছরের বাজেট ছিল ৪৭ কোটি ৪৩ লাখ টাকার। এবার ৩ কোটি ১১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট বাজেট দাঁড়িয়েছে ৫০ কোটি ৫৪ লাখ টাকায়। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন( ইউজিসি) থেকে বরাদ্দ দেয়া হয়েছে, ৪৩ কোটি ৯৪ লাখ টাকা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় দেখানো হয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকা।

বর্তমান বাজেটে বেতন ও ভাতাদি খাতে ৩১ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে, যা মোট বাজেটের ৬১.৬৫ শতাংশ। এছাড়া পণ্য ও সেবা বাবদ ১৪ কোটি ৫৯ লাখ, যা মোট বাজেটের ২৮.৮৬ শতাংশ, স্বাস্থ্য খাতে ৬ লাখ বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের ০.১১৮ শতাংশ।

গবেষণা খাতে এবার বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে। এবার গবেষণাখাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ২ লাখ টাকা, যা মোট বাজেটের ২.০১৮ শতাংশ। গত বছর গবেষণায় বরাদ্দের পরিমাণ ছিল ৮২ লাখ টাকা, যা ছিল মোট বাজেটের ১.৭২ শতাংশ।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পবিচালক সুব্রত কুমার বাহাদুর বলেন, আমরা চলতি বছর ৬৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেটের চাহিদাপত্র দিয়েছিলাম। কিন্তু ইউজিসি কর্তৃপক্ষ ৫০ কোটি ৫৪ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //