বিনামূল্যে ইন্টারনেট পাচ্ছেন কুবির শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে শিক্ষার্থীরা এই সুবিধা নিতে পারবেন।

আজ বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে তিনটায় শেখ হাসিনা হলে ইন্টারনেট সংযোগের কাজটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই তারা কোয়ালিটি সম্পন্ন কাজের জন্য অপেক্ষা করেছে। আমি ছাত্রদের অতি উন্নতমানের যন্ত্রপাতি দিতে চাই। বিদেশ থেকে আসা যন্ত্রপাতি দিয়ে এ প্রজেক্টের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই পুরো ক্যাম্পাস এ নেটওয়ার্কের আওতায় চলে আসবে।

হল প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান বলেন, ওয়াইফাই ম্যাটেরিয়ালসগুলোর শীপমেন্ট আসতে সময় লাগছিল। তবে আমাদের মাননীয় উপাচার্য স্যারের আপ্রাণ চেষ্টায় আমরা অবশেষে ওয়াইফাইয়ের কাজটি উদ্বোধন করতে পেরেছি। আমরা হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট থাকব যেন আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে ইন্টারনেট সুবিধা পেতে পারে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল ও অর্থ ও হিসাব দপ্তরের তথ্য মতে, শেখ হাসিনা হল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের বর্ধিতাংশ, নতুন একাডেমিক ভবনগুলোতে পর্যায়ক্রমে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। আগামী এক মাসের মধ্যে এই সংযোগ দেওয়ার কাজটি সম্পন্ন হবে। এই পুরো কার্যক্রমের সাথে আছে সিনেক্স সিস্টেম লিমিটেড নামক একটি বেসরকারি কোম্পানি। এই ইন্টারনেট সংযোগের জন্য প্রায় দুই কোটি টাকার উপরে খরচ হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম বলেন, আজ থেকে শেখ হাসিনা হলে ওয়াইফাইয়ের কাজ শুরু হয়েছে। ওয়াইফাইয়ের সকল মালামাল আমরা হাতে পেয়েছি। শুধু শেখ হাসিনা হল না বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ওয়াইফাইয়ের সকল সমস্যা সমাধান করা হবে।

এর আগে গত বছরের ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী হল হিসেবে শেখ হাসিনা হলটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে এই হলের আবাসিক শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর একটি ছিল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের মত এই হলেও ইন্টারনেট সংযোগ যাতে দেওয়া হয়। এ জন্য বিভিন্ন সময় মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে এ হলের শিক্ষার্থীদের। দীর্ঘ প্রতীক্ষার পর ইন্টারনেট সংযোগ পেয়ে উচ্ছ্বসিত শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা।

রসায়ন বিভাগের ১৩তম আবর্তনের আবাসিক হল শিক্ষার্থী মাহিমা আফরোজ আঁখি বলেন, প্রায় ৪/৫ মাস যাবত ওয়াইফাই নিয়ে কথা হচ্ছে, আমরা চেয়েছি, প্রশাসন আশ্বাস দিচ্ছিল। সব মিলিয়ে সকল প্রক্রিয়া শেষে আজকে আমাদের হলে ওয়াফাইয়ের কাজ উদ্বোধন করা হলো। এখন থেকে বাকি হলগুলোর শিক্ষার্থীদের মতো আমরাও আমাদের পড়াশোনায় অনলাইনের কাজগুলো নির্বিঘ্নে করতে পারব এই বিষয়টা ভেবেই ভালো লাগছে। আশা করছি ইন্টারনেট স্পিড নিয়ে বেগ পেতে হবে না। 

এ বিষয়ে আইন বিভাগের ১৩তম আবর্তনের আবাসিক হল শিক্ষার্থী মাইশা রহমান রোদিতা বলেন, প্রথম থেকেই শেখ হাসিনা হলে ওয়াইফাইয়ের ব্যবস্থা ছিল না, তাই ইন্টারনেট সম্পর্কিত কার্যকলাপ সম্পাদন করতে গিয়ে আমরা সবাই কম বেশি অসুবিধার সম্মুখীন হয়েছি। তবে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আস্থা ছিল যে, আমাদের অভিভাবক উপাচার্য স্যার আমাদের এই সমস্যার সমাধান করবেন। অবশেষে প্রায় দীর্ঘ এক বছর পর আজ শেখ হাসিনা হলে উপাচার্য স্যার ওয়াইফাই উদ্বোধন করেছেন। এ সংবাদটি আমাদের শেখ বাড়ির প্রত্যেকের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আমাদের প্রতি সদয় দৃষ্টির জন্য উপাচার্য স্যারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি স্যার ভবিষ্যতে একইভাবে আমাদের মাথার উপর সবসময় বটবৃক্ষের ছায়া হয়ে থাকবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //