১১ দফা দাবিতে হাবিপ্রবি প্রশাসনকে শাখা ছাত্রলীগের স্মারকলিপি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)  শাখা ছাত্রলীগ গত বুধবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করে।

১১ দফা দাবি সম্বলিত ওই স্মারকলিপিতে বলা হয়, স্নাতকে পরীক্ষা ফি কমাতে হবে, ক্রেডিট ফি স্নাতক পর্যায়ে ১৫০ টাকা থেকে ৭৫ টাকা এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০০ থেকে ১০০ টাকা করতে হবে, নবনির্মিত একাডেমিক ভবনের নামকরণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন করতে হবে, নবনির্মিত আবাসিক ছাত্রী হলের নামকরণ দেশরত্ন শেখ হাসিনা হল করতে হবে, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে হবে। অতিদ্রুত সন্ত্রাসী হামলার বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষার্থীদের আবাসিক হল গুলোর প্রতিটি তলায় ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের ব্যবস্থা করতে হবে, শিক্ষার্থীদের পরিবহন সংকট অতিদ্রুত সমাধান করতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ওভার ব্রীজ নির্মাণের ব্যবস্থা  করতে হবে, শিক্ষার্থীদের কাছ থেকে সেমিস্টার ফির নামে অযাচিত কোন ফি আদায় করা যাবে না, শিক্ষার্থীদের অধিকার হিসেবে প্রাপ্য স্টাইফেনের সকল টাকা অতিদ্রুত প্রদান করতে হবে, সেশনজট নিরসনের ব্যবস্থা ও বাস্তবায়ন করতে হবে এবং সকল সেমিস্টারের ফলাফল দ্রুত সময়ের মধ্যে দিতে হবে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরবার এই স্মারকলিপি দেবার সময় উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগ নেতা মাসুদ রানা মিঠু, সৈয়দ মুরসালিন বাপ্পি, দিপু রায়সহ  তানজিমুল তাজু, শুভ্র, মঈন, আশিক, উত্তম পাল, শাহারুল, আদিত্য, সবুজ, রাব্বুল, আশরাফুল, বাদশা এবং আলামিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //