নোবিপ্রবিতে চালু হলো যানবাহন ট্র্যাকিং সিস্টেম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘Secure portable vehicle tracking system for NSTU family’ প্রকল্পের আওতায় যানবাহন ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) এই সিস্টেমের উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। 

এসময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে নোবিপ্রবির পরিবহন পুলের গাড়িগুলো লাইভ ট্র্যাকিং করা যাবে। এছাড়াও উক্ত সিস্টেমটি ব্যবহার করে পরিবহনের সময়সূচি প্রদান, এক্সিডেন্ট ডিটেকশন এবং অনলাইন রিকুইজিশন সিস্টেম চালু করা যাবে। উক্ত প্রকল্পটি নোবিপ্রবি অটোমেশন সিস্টেমের একটি অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য (ভারপ্রাপ্ত) বলেন, এই সিস্টেম চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি নতুন মাত্রা যুক্ত হলো। নোবিপ্রবির প্রতিটি যানবাহন এই প্রযুক্তির আওতায় আসবে এবং সবাই এটি ব্যবহার করে ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের যানবাহনের অবস্থান শনাক্ত করতে পারবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, আইআইএস পরিচালক, পরিবহন উপদেষ্টা, সাইবার সেন্টারের পরিচালকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //