প্রক্সিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মুশফিক তাহমিদ তন্ময়কে ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়।
নিষেধাজ্ঞায় থাকা মুশফিক তাহমিদ তন্ময় বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সৈয়দ আমীর আলী হলের আবাসিক ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন।
এর আগে গতকাল অফিস আদেশ ভর্তি জালিয়াতির অভিযোগে একজনের ভর্তি বাতিল ও তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। তন্ময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী না হওয়ায় তাকে ক্যাম্পাসে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২০ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ আগস্ট) রাবি ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির অভিযোগে তন্ময়সহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh