আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিরও দাবি জানান।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়ক থেকে শুরু হয়ে রেল স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় নেতাকর্মীরা, খালেদা জিয়ার মুক্তি চাই; জিয়ার সৈনিক, এক হও, লড়াই করোসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঈমতিয়াজ ইকরাম, ঈসমাঈল হোসেন, সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আইনুল ইসলাম সাগর, ফরহাদ হোসেন, মোহাম্মদ ইমন, আজিজুর রহমান মামুন, সাবেক সদস্য তানভীর বিল্লাহ, ওবায়েদ, মিনহাজ, ইমরান, মঈন, কেফায়েত, সাকিব, তফু, রহিম, জুয়েল, আশরাফ, জিয়া, টিপু, রাশেদ, ইসমাইল, রফিক, রাশেদ, রহমান, মোজাম্মেল, সাগর, ওয়ারেস, পারভেজ, সালাউদ্দিন, মিশকাত, আরাফাত, রিয়াদ, ওহাহিদ, রহমান, রুকনসহ আরও অনেকে।
এ বিষয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছি৷ আগামীতে আমরা দেশে আর কোনো প্রহসনমূলক নির্বাচন হতে দেব না।
তিনি আরো বলেন, আমরা প্রশাসনের কাছে ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত ১১ আগস্ট দীর্ঘ সাত বছর পর শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনের পর মূল ক্যাম্পাসে এই প্রথম প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করল ছাত্রদল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh