বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের নেতৃত্বে টুম্পা-রিশাদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিতার্কিকদের অন্যতর সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) এর ২০২৩-২৪ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের ২০১৯-২০ সেশনের রিশাদ নূর।

গতকাল শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে বিআরইউডিএফ মডারেটর প্যানেল এই কমিটি অনুমোদন দেন।

দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- বিআরইউডিএফ এর চীফ মডারেটর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড.আবু সালেহ মোহাম্মদ তুহিন ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ), একই বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম পলাশ, লোক প্রশাসন বিভাগের প্রভাষক এবং মডারেটর নিয়াজ মাখদুম। ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক ও মডারেটর রাকিবুল ইসলাম ভূইয়া, কারমাইকেল কলেজের সাবেক বাংলা বিভাগের অধ্যাপক শাহ আলম, বেগম রোকেয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এল এম আজহারুল ইসলাম দুলাল এবং বাংলাদেশ ছাত্রলীগ, বেরোবি শাখার সভাপতি পোমেল বড়ুয়াসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জান্নাতুল তুলি, বিল্লাল হোসেন, আব্দুল খালেদ, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক যুথি রাণী, সাংগঠনিক সম্পাদক রোবায়েদ হোসেন, সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক আবুল খায়ের জায়েদ সহকারী দপ্তর সম্পাদক মো. মুসতানসির মুয়াজ, খন্দকার আব্দুর রহমান, উম্মে হাবিবা উষা, কোষাধ্যক্ষ গালিবা ইবনাত,  সহকারী কোষাধ্যক্ষ খাদেমুল সর্দার, সায়মা আক্তার, সাবেরা বিনতে মুহতারিজ,ক্যাম্পাস অ্যাফেয়ার্স সম্পাদক আল আমিন সাদিক সায়েম, সহকারী ক্যাম্পাস অ্যাফেয়ার্স সম্পাদক সাদিয়া তাসহিন সূচি হুমায়ুন কবির, কালচারাল সম্পাদক আসিফ মাহমুদ, সহকারী কালচারাল সম্পাদক, আবরার সামিন, ডিবেট রিসার্চ সেক্রেটারি গাজী আজম হোসেন, সহকারী ডিবেট রিসার্চ ডিবেট সেক্রেটারি জীবন কুমার রায়, ইসপাকুন নিসা, আইরিন নাহার, উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি নিম্মি আক্তার, সহকারী উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি পাকিহাতুল জান্নাত রূম্পা, ওয়ার্কশপ এন্ড রিডিং সার্কেল সেক্রেটারি (বাংলা) জুয়েল হক, সহকারী ওয়ার্কশপ এন্ড রিডিং সার্কেল (বাংলা) সেক্রেটারি মো. মশিউর রহমান, প্রচার সম্পাদক ইমরাতুল জান্নাত ঊষা, সহকারী প্রচার সম্পাদক প্রিতম দেব নাথ, মো. গোলাম রহমান শাওন, কায়েম উদ্দিন, হিউম্যান ওয়েলফেয়ার সেক্রেটারি আব্দুল্লাহ আল আসিফ আকন্দ, সহকারী হিউম্যান ওয়েলফেয়ার সেক্রেটারি সাথি সরকার, জিওন হোসাইন, আইটি সেক্রেটারি মাদুদ রহমান, সহযোগী আইটি সেক্রেটারি মো. পলাস, সহকারী আইটি সেক্রেটারি সিমান্ত চক্রবর্তী, ওয়ার্কশপ এন্ড ডিবেট রিডিং সার্কেল সেক্রেটারি (ইংলিশ) মাহফুজর রহমান রিফাত, রেনি আক্তার, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এন্ড ডিবেট রিডিং সার্কেল সেক্রেটারি (ইংলিশ) মো. হৃদয়, চিপ অফ ইংলিশ উইং মায়েদা ত্যাইয়েবা, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ উইং মাহফুজুর রহমান সিয়াম, মরিয়ম আক্তার, মাহমুজ আলম অনি, মোছা.  আল হুমায়রা জান্নাতি, জারিন তাবাসসুম রিপ্টি। 

কমিটি প্রকাশের পর বিআরইউডিএফ এর চীফ মডারেট, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত ও কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড.আবু সালেহ মোহাম্মদ তুহিন ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ) বিআরইউডিএফ এর ওয়েবসাইট https://brudf.vercel.app/ উদ্বোধন করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //