কুবিতে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ কর্তৃক আয়োজিত ‘সিওইউ ব্র্যাকনেট ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট- ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাসান ও বিভাগীয় অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং কনটেস্ট এর প্রতিযোগীদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এই কনটেস্ট উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, জাতীয় পর্যায়ের এই প্রোগ্রামিং কনটেস্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের এই ধরনের বড় পরিসরে প্রোগ্রাম আয়োজন করার সামর্থ্যের জানান দেয়। এছাড়াও এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে এসকল কনটেস্টে অংশগ্রহণের সম্ভাবনা প্রকাশ করছে। সত্যিকার অর্থে আজকের এই কনটেস্ট আমাদের বিশ্ববিদ্যালয় যে নেতৃত্ব দিতে প্রতিজ্ঞাবদ্ধ তারই একটি বহিঃপ্রকাশ।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন কনটেস্টের আয়োজকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং কনটেস্ট চলমান রুমগুলো পরিদর্শন করে প্রতিযোগীদের শুভকামনা জানিয়ে উৎসাহ দেন।

উল্লেখ্য, গত ১৫ই সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭টি টিম সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৭১টি দল নিয়ে আয়োজিত এই প্রোগ্রামিং কনটেস্টের মক টেস্ট অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //