জাবিতে চার দিনব্যাপী আবৃত্তি উৎসব শুরু আগামীকাল

‘দ্রোহের ঘ্রাণে প্রাচীর ভাঙো, উড়তে দাও শব্দফড়িং’ এ স্লোগানকে ধারণ করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ আয়োজন করতে যাচ্ছে চারদিনব্যাপী ‘কবি মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসব –২০২৩’। 

বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুরু হবে আবৃত্তি উৎসব। 

১৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় অমর একুশের পাদদেশ থেকে উদ্বোধনী শোভাযাত্রার মাধ্যমে পর্দা উঠবে আবৃত্তি উৎসবের। 

কবি মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসব ২০২৩ এর আহবায়ক মো. মনিরুল ইসলাম জানান, সদ্যপ্রয়াত কবি মোহাম্মদ রফিক স্মরণে আমাদের চারদিন ব্যাপী এ আয়োজনে দেশবরেণ্য আবৃত্তি শিল্পীরা উপস্থিত থাকবেন। আশা করি এ আয়োজনটি সবাই উপভোগ করবে। 

আয়োজকরা আরো জানান, প্রথমদিন ১৮ সেপ্টেম্বর  আনন্দ মিছিলের মাধ্যমে উৎসবের পর্দা উঠবে। উৎসবের দ্বিতীয় দিনে থাকছে ধ্বনি প্রযোজনা ‘তোমার আমার এই যুদ্ধক্ষেত্রে’ এবং একক আকৃতি করবেন মাহমুদা আখতার ও শিমুল সালাইউদ্দিন। উৎসবের তৃতীয় দিন থাকবে স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের প্রযোজনা ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবং  কবি মোহাম্মদ রফিক  স্মরণে স্মৃতিপাঠ ও নিরবতা পালন।

চারদিন ব্যাপী এ আয়োজনে গুণীজন সম্মাননা গ্রহণ করবেন প্রখ্যাত কথাসাহিত্যিক, গবেষক ও প্রাবন্ধিক আকিমুন রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। 

এছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক শেখ মো. মন্জুরুল হক এবং দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী- ও প্রথিতযশা বক্তিবর্গ উপস্থিত থাকবেন। 

উল্লেখ্য ধ্বনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ বছর যাবৎ আবৃত্তি, কবিতা, বাক–উৎকর্ষ বিষয়ে কাজ করে যাচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //