রাজধানীতে সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগে পড়েছে নগরবাসী। দুর্ভোগের এই মাত্রা চরমে পৌঁছেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের।
গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় রাজধানীর বঙ্গবাজার থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়গামী বাসটি দুই ঘণ্টার মধ্যে ক্যাম্পাসে পৌঁছানোর কথা থাকলেও বাসটি দীর্ঘ সাতঘন্টা পর রাত তিনটা পয়ত্রিশ মিনিটে ক্যাম্পাসে এসে পৌঁছায়।
জানা যায়, বাসটিতে প্রায় ৬০/৭০ জন শিক্ষার্থী ছিল। বেশির ভাগ শিক্ষার্থীই রাতের খাবার না খেয়ে বাসে উঠেছিল। দীর্ঘ সাত ঘণ্টা শেষে বাস ক্যাম্পাসে পৌঁছালেও তাদের বেশিরভাগই রাতের খাবর খেতে পারেননি।
ইতিহাস বিভাগের (২০২০–২০২১)শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিবিড় ভূইয়া জানান, আজকে জরুরি প্রয়োজনে ঢাকা গিয়েছিলাম। ফেরার পথে বৃষ্টিতে আটকা পড়ে অসহনীয় পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। ধানমন্ডি এলাকায় চার ঘণ্টার বেশি সময় আটকে ছিলাম। আমরা মোট ৬০-৭০ জন ক্যাম্পাসের বাসে ফিরছিলাম। কেউই রাতের খাবার খেয়ে বাসে উঠেনি। সবারই কমবেশি মাথা ব্যথা, মাথা ঘুরতে শুরু করে৷ তবে গুরুতর কিছু হয়নি। আমরা সুস্থ আছি।
বিশ্ববিদ্যালয় জীবনে এই প্রথম এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলেন জানান অনেক শিক্ষার্থী।
এছাড়া ক্যাম্পাস থেকে ঢাকাগামী অপর একটি বাস জলাবদ্ধতা ও জ্যামের কারণে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে ঢাকায় না গিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh