সেন্টমার্টিনে আটকে পড়েছে জবির শিক্ষকসহ ৪০ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩৮ জন শিক্ষার্থী কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছে। আটকা পড়া সবাই উদ্ভিদবিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষকসহ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সেন্টমার্টিন থেকে দুপুর আড়াইটায় জাহাজে তাদের ফেরার কথা থাকলেও সমুদ্রের লঘুচাপের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তারা ফিরতে পারেননি। ট্যুর গাইড আব্দুল বারেক ও একাধিক শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকা পড়া এক শিক্ষার্থী রাকিব হাসান জানান, বৃহস্পতিবার ফেরার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ফেরা সম্ভব হয়নি। এদিন ও পরের দিন শুক্রবার জাহাজ বন্ধ থাকায় শনিবার অবস্থা ভালো থাকলে রওনা দেয়া হবে। এখানে মাছ, মাংস এসবের সংকট থাকলেও ভাত, ডাল শুকনা খাবার পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

শিক্ষার্থীদের সঙ্গে ট্যুর গাইড হিসেবে যাওয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল বারেক বলেন, ‘আমাদের চলে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবারই। কিন্তু এদিন জাহাজ বন্ধ তাই যেতে পারিনি। দুইদিন থাকার কথা এখানে কিন্তু এখন তো এখানে খাদ্য সংকটও দেখা দিয়েছে নৌকা চলাচল বন্ধ থাকায়।’

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, ‘আবহাওয়ার অধিদপ্তরের জারি করা সতর্কসংকেত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বলবৎ থাকায় পর্যটকবাহী জাহাজ টেকনাফ থেকে ছেড়ে আসেনি। ফলে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের আজও দ্বীপে অবস্থান করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমি ৩৮ জন শিক্ষার্থী সেন্টমার্টিনে আটকা পড়ার খবর শুনেছি। তারা হোটেলে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তো তারা আসতে পারবেন না। আর্থিক প্রয়োজন হলে বিভাগ তা দেখবে। আর প্রশাসনিক কোনো সহায়তা লাগলে আমরা তো আছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //