শুক্রবার চারুকলায় শরৎ উৎসব

নীল আকাশে সাদা মেঘের ভেলা, রৌদ্রজ্বল আবহাওয়া, শিউলি গাছে শিউলি ফুলের নাচন ও দুর্গাপূজার ঢাকের তাল- সব মিলিয়ে বাঙালির শরৎকাল। আর একে ঘিরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে শরৎ উৎসব।  

শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অভিজিৎ কুন্ডুর একক পরিবেশনার মধ্যদিয়ে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠান শুরু হবে। 

এরপর সঙ্গীত পরিবেশন করবেন সালাউদ্দিন আহমেদ, বুলবুল ইসলাম, প্রিয়াঙ্কা গোপ, আবু বকর সিদ্দিক, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায়, শারমিন সাথী ময়না, মামুন জাহিদ খান, দিলারা আফরোজ খান রুপা, নবনীতা জাইদ চৌধুরী অনন্যা ও শ্রাবণী গুহ রায়।

আবৃত্তি করবেন রফিকুল ইসলাম, মো. আহকাম উল্লাহ, নায়লা তারাননুম চৌধুরী কাকলি।

দলীয় সঙ্গীতে অংশ নেবে পঞ্চভাস্কর, সমস্বর, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস্ এবং শিশু-কিশোর সংগঠন শিল্পবৃত্ত ও সুরবিহার।

দলীয় নৃত্যে অংশ নেবে কথক নৃত্য সম্প্রদায়, স্পন্দন, ভাবনা, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস্ (বাফা), বাংলাদেশ পুলিশ থিয়েটার এন্ড কালচারাল ক্লাব এবং নৃত্যাক্ষ।

শরৎ কথন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। সভাপতিত্ব করবেন শরৎ উৎসব সংগঠনের সহ-সভাপতি, বিশিষ্ট নৃত্যশিল্পী অধ্যাপক ড. নিগার চৌধুরী।

সকাল সাড়ে ৯টায় শিশু-কিশোরদের মাঝে তিনটি বিভাগে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় “শরৎ ঋতু”। উপস্থাপনায় থাকবেন নুসরাত ইয়াসমিন রুম্পা।

বিকেলের পর্ব শুরু হবে সাড়ে ৪টায়। এসময় শিশু কিশোরদের পরিবেশনায় থাকবে সীমান্ত খেলাঘর আসর, গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেল, সুরবিহার, নন্দন কুড়ি, শব্দাঙ্গন (দলীয় আবৃত্তি)। 

বিকেলের পর্বে একক সঙ্গীত পরিবেশন করবেন কাজী মিজানুর রহমান, সমর বড়ুয়া, রত্না সরকার, এস.এম মেজবা, ফেরদৌসী কাকলি, মিরা মন্ডল, তামান্না নিগার তুলি, মাহজাবিন রহমান শাওলী, নীলয় আকাশ, সঞ্জয় কবিরাজ, আরিফ রহমান, তাহমিনা আক্তার মুক্তি ও রোমানা আক্তার।

দলীয় সঙ্গীত পরিবেশন করবে সুর সাগর ললিতকলা একাডেমি, সুরনন্দন, স্বপ্তরেখা, দৃষ্টি, উজান ও নির্ঝরিণী একাডেমি।

দলীয় নৃত্য পরিবেশন করবে রবীন্দ্র সৃজন কলা কেন্দ্র, বেণুকা ললিতকলা কেন্দ্র, পরম্পরা নৃত্যালয়, পুস্পাঞ্জলি ও আঙ্গিকাম।

একক আবৃত্তি করবেন ড. শাহাদাৎ হোসেন নিপু, মাশকুর-এ-সাত্তার কল্লোল, আহসান উল্লাহ তমাল, মাসুদুজ্জামান, ফয়জুল আলম পাপ্পু, সিদ্দিকুর রহমান পারভেজ, আজিজুল বাশার মাসুম ও রুপশ্রী চক্রবর্ত্ত।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিশেষ পরিবেশনা “মুক্তিযুদ্ধের স্বপ্ন, সম্প্রীতির বাংলাদেশ”। মূল রচনায় রেজাউল করিম সিদ্দিক রানা।  রূপান্তর ও নির্দেশনায় মানজার চৌধুরী সুইট। উপস্থাপনায় ফয়জুল আলম পাপ্পু। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //