উদ্যোক্তা তৈরিতে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে: প্রফেসর সাজ্জাদ হোসেন

বাংলাদেশে ব্যবসায় শিক্ষা, হোটেল ও পর্যটন শিল্প আরও কীভাবে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে সে বিষয়ে অনুষ্ঠিত হয়েছে “৮ম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ২৩” প্রতিযোগিতা।

শুক্রবার (১০ নভেম্বর) ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (ফোহটেম) ও বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বি.জি.বি) যৌথভাবে আয়োজন করে এই প্রতিযোগিতার। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বোর্ড মেম্বার প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। 

অনুষ্ঠানটিতে কর্মশালা, সেমিনার, স্কিল টেস্ট, বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, বিতর্ক, পাবলিক স্পিকিং, প্রফেশনাল কুকিং, ভিডিও রিজিউম, গেম শো ছাড়াও কালচারাল কম্পিটিশনের আয়োজন করা হয়। 

এসময় অনুষ্ঠান ঘিরে সাউথইস্ট ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে সারাদেশ থেকে আগত পাঁচশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। 

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এ দেশের যুব শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য এমন উৎসব ও প্রতিযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে। এর মধ্যদিয়ে আগামীর বিজনেস লিডার তৈরিতে আমরা সক্ষম হব। 

তিনি বলেন, দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরের এক উৎকৃষ্ট মাধ্যম হতে পারে এমন আয়োজন। আমদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে নেতৃত্বের চ্যালেঞ্জকে গ্রহণের মধ্যদিয়ে। 

এ সময় তিনি এ সময় তিনি ইউনিভার্সিটি অব স্কলার্স ও সাউথইস্ট ভার্সিটির উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদেরকে ধন্যবাদ জানান এমন বৃহৎ পরিসরে প্রতিযোগিতার আয়োজন করায়।  

উদ্বোধনী অনুষ্ঠানে বি.জি.বি ও ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের (ফোহটেম) সভাপতি এম এ নাহিয়ান তার স্বাগত বক্তব্যে বলেন, অনুষ্ঠানে অংশ নেয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের সম্পদ। এ সম্পদকে যথাযথ কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরিতে অন্যতম ভূমিকা পালন করতে পারে এমন আয়োজন। 

এসময় প্রধান বক্তা হিসেবে ইউনিভার্সিটি অব স্কলারসের সহকারী অধ্যাপক এবং হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন এইচ এম আতিফ ওয়াফিক বলেন, দেশের তরুণ প্রজন্ম থেকেই আমাদের আগামী দিনের উদ্যোক্তা সৃষ্টিতে মনোযোগী হতে হবে। সঠিক দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষোকতার মাধ্যমে এ প্রজন্মের মেধাকে কাজে লাগিয়ে আগামীর ব্যবসায়িক নেতৃত্ব তৈরি করতে হবে।  

এছাড়াও প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন গ্রামীণ ডানোন শক্তির ম্যানেজার নাজমুল হাসান রাসেল।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল সেলেব্রিটি শেফ জাহিদা বেগম, হেড অব ফুড এন্ড বেভারেজ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং এম আব্দুল্লাহ আল মামুন, প্রধান উপদেষ্টা, বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বি.জি.বি) এবং ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (ফোহটেম), এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন এস এম রায়হান উদ্দিন, মডারেটর, সাউথইস্ট বিজনেস ইনোভেশন ফোরাম। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রফেসর ড. এ এন এম মেসকাত উদ্দিন, উপদেষ্টা (বিওটি), সাউথইস্ট ইউনিভার্সিটি।

শক্তি প্লাসের উদ্যোগে সাউথইস্ট ইউনিভার্সিটির সহায়তায় অনুষ্ঠানটির সহ-আয়োজক ছিল সাউথইস্ট বিজনেস ইনোভেশন ফোরাম (এস.বি.আই.এফ) এবং জাতীয় বিতর্ক সংগঠন বাংলাদেশ ডিবেট ওয়ারিয়রস (বি.ডি.ডব্লিউ)। এছাড়াও অনুষ্ঠানটিতে ট্রান্সকম গ্রুপ, ইউনিভার্সেল কলেজ বাংলাদেশ, বারকোড, হ্যাপি হাট, টগি ফান ওয়ার্ল্ড, অরুনিমা রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া হোটেলসহ অন্যান্য প্রতিষ্ঠান স্পন্সরের দায়িত্বে ছিল। 

প্রতিযোগিতায় অতিথি ও বিচারক হিসেবে গণমাধ্যম ব্যক্তিত্ব, কর্পোরেট ব্যক্তিত্ববৃন্দ, শেফ এবং পর্যটন বিষয়ক পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //