জাবিতে ডিন ও সিন্ডিকেট নির্বাচনের আগে সকল নিয়োগ বন্ধ রাখার দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডিন ও সিন্ডিকেট নির্বাচনের আগে সকল নিয়োগ বন্ধ রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী ও আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন শিক্ষক ঐক্য পরিষদ।

আজ রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় উপাচার্যকে এই দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন  তারা। 

এই দাবি সহ মোট সাতটি দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা। অন্য দাবিগুলো হলো-  দল ভারী করার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না; সিলেকশন বোর্ডে বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের নিয়োগ দিতে হবে; জীববিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, আইন অনুষদ, আইবিএ ও আইআইটির শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অত্যাবশ্যক অবকাঠামোগুলো অতি দ্রুত নির্মাণের উদ্যোগ নিতে হবে; অস্থায়ী পদে কর্মরত সম্মানিত সহকর্মীগণকে দ্রুত স্থায়ী পদে পদায়ন করতে হবে ও পূর্বের ন্যায় শর্ত পূরণের দিন থেকেই স্বীয়-পদে স্থায়ীকরণ করতে হবে; যথাযথ তদন্ত সাপেক্ষে যৌন নিপীড়নের সকল অভিযোগের নিষ্পত্তি করতে হবে; শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একদল উশৃঙ্খল শিক্ষার্থীর অযাচিত ও নজিরবিহীন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। 

এছাড়াও স্মারকলিপির শুরুতে সিনেট নির্বাচন দেওয়ায় উপাচার্য কে ধন্যবাদ দেন পাশাপাশি নির্বাচনের সময় পক্ষপাতদুষ্ট আচরণের নিন্দা করেন। 

স্মারকলিপি জমাদানের বিষয়ে শিক্ষক ঐক্য পরিষদের সদস্য অধ্যাপক মোতাহার হোসেন বলেন, উপাচার্য আমাদের দাবিগুলো দেখেছেন। তিনি আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //