কুবিতে ‘লেটেস্ট রিসার্চ ট্রেন্ড ইন টেকনোলজি’ শীর্ষক সেমিনার আয়োজিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রকৌশল অনুষদের আয়োজনে ‘লেটেস্ট রিসার্চ ট্রেন্ড ইন টেকনোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারটি মোট ২টি সেশনে বিভক্ত ছিলো। প্রথমে অতিথিবৃন্দরা তাদের মতামত ও অভিব্যক্তি প্রকাশ করেন এবং পরবর্তী সেশনে কিনোট স্পিকাররা তাদের নতুন গবেষণাপত্র প্রেজেন্ট করেন।

সেমিনারে কিনোট স্পিকার হিসেবে ছিলেন- জাপানের কম্পিউটার ভিশন এন্ড লিড ওফ ওভারসিস এআই ডেভেলপমেন্ট গ্রুপ ছোয়াজিকেন করপোরেশনের প্রধান গবেষক  ড. রাশেদুল ইসলাম, জিনোমিক ডাটা সাইন্টিস্টের সাইন্টিফিক ইনভেস্টিগেটর ড. সাঈদ আশিকুর রহমান ও অসলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি এন্ড ইউনিভার্সিটি ওফ অসলোর এসোসিয়েট প্রফেসর ড. সফিকুল ইসলাম। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই ও আইসিটি বিভাগের সম্মানিত শিক্ষকেরা তাদের গবেষণাপত্র প্রেজেন্ট করেন। 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগের হেড ড. মোহাম্মদ সাইফুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই সকল সেমিনার আমাদের পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে গবেষণা করতে। তাই আমার ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকদের প্রতি  আবেদন থাকবে এরকম সেমিনার নিয়মিত আয়োজন করার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //