র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটে ৫ শিক্ষার্থীকে শোকজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ে অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ দপ্তর। অভিযুক্তরা সকলেই ২০২১-২২ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মোঃ রেজাউল করিম স্বাক্ষরিত পাঁচ আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকার সময় শহীদ মোহাম্মদ শাহ হলের বর্ধিতাংশে (কক্ষ নং-৬) ২২ ব্যাচের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) পাঁচ শিক্ষার্থীকে র‍্যাগিং দেওয়ার সময় ২১ ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। র‍্যাগিংয়ের সময় ছাত্রকল্যাণ দপ্তরের উপ পরিচালক ড. মোহাম্মদ ইসলাম মিয়া ছাত্রদের হাতেনাতে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে গঠিত পর্যবেক্ষণকারী দল (ভিজিল্যান্স টিম) কর্তৃক লিখিত অভিযোগ অনুযায়ী এটি করা হয়েছে। শিক্ষার্থীদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, র‍্যাগিংয়ের বিরুদ্ধে চুয়েট প্রশাসন সর্বদা জিরো টলারেন্স। শোকজের ব্যাপারে তিনি বলেন, শহীদ মোহাম্মদ শাহ হলের বর্ধিতাংশে ছাত্র কল্যাণ দপ্তরের  অভিযান শেষে লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৫ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে। 

র‍্যাগিংয়ের বিরুদ্ধে চুয়েট প্রশাসনের অবস্থানের বিষয় জিজ্ঞেস করলে তিনি বলেন, এর বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে৷ আমরা যে কোন অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও আমাদের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকগণ এবং বিশ্ববিদ্যালয়ের হলসমূহের প্রভোস্টদের নিয়া বিশেষ মনিটরিং করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //