অনলাইন ক্লাস থেকে বেরিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ জানুয়ারি থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

গতকাল বুধবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, ৪৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি থেকে সশরীরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (রু.দা) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের সেশনজট নিরাসনে এমন উদ্যোগ নেওয়া হয়েছে৷ শিক্ষার্থীবান্ধব কর্মপ্রয়াসের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার লক্ষ্যে গত বছরের ১ আগস্ট থেকে সকল একাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালনার নির্দেশনা দিয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //