গেজেটভুক্ত হলো হাবিপ্রবির পোল্ট্রি ফার্মিং প্রজেক্ট

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদানের স্বীকৃতিস্বরূপ স্মার্ট বাংলাদেশ পুরস্কার-২০২৩ এর জন্য গেজেটভুক্ত করা হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রজেক্ট ‘পোল্ট্রি ফার্মিং’। এটি জেলা পর্যায়ে ‘স্মার্ট বাংলাদেশ ২০২৩’ এর ‘স্মার্ট কারিগরি-সরকারি’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুর হোসেনের তত্ত্বাবধানে প্রজেক্টটি পরিচালিত হয়।

এতে আরো যুক্ত ছিলেন ইসিই বিভাগের প্রভাষক মো. সেলিম হোসেন, ইসিই ১৮ ব্যাচের শিক্ষার্থী রিফাত হোসেন এবং আজিজুল হাকিম বাপ্পি এবং ইসিই ২০ ব্যাচের শিক্ষার্থী মুজতুবা রাফিদ। 

নির্বাচিত প্রোজেক্টটি হলো পোল্ট্রি ফার্মিং সেডে অ্যাপ্লিকেশনের জন্য একাধিক সেন্সর নেটওয়ার্কসহ স্মার্ট অ্যানোমিয়া-দূষণ-হ্রাসকরণ সিস্টেম ডিজাইনকরণ এবং উন্নতর করে তৈরিকরণ।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক মাহাবুব হোসেন বলেন, বাংলাদেশ গেজেটভুক্ত হওয়া রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রের স্থায়ী স্বীকৃতি, যা আমাদের স্মার্ট বাংলাদেশ পুরস্কার প্রাপ্তির আনন্দকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। রাষ্ট্রের এই স্থায়ী স্বীকৃতি স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে আগামী দিনে আরো অনেক স্মার্ট সিস্টেমের ওপর গবেষণা ও তৈরিতে আমাদের উৎসাহিত করবে ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //